প্রধানমন্ত্রীর ঘোষিত বিশেষ প্যাকেজের আওতায় প্রণোদনা পাচ্ছেন পার্বত্য রাঙামাটির ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে সদর উপজেলার ৩০ শিক্ষক-কর্মচারীর মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রণোদনার অর্থ তুলে দেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশসহ প্রণোদনার আওতায় উপকারভোগী ননএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটির দশ উপজেলার ৫৪ ননএমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩১ জন শিক্ষক-কর্মচারীকে এই প্রণোদনা দেয়া হচ্ছে। প্রণোদনার বিশেষ ভাতা হিসেবে একজন শিক্ষককে ৫ হাজার ও একজন কর্মচারী আড়াই হাজার টাকা হারে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সদর উপজেলার ৩০ জন শিক্ষক-কর্মচারীকে এই অর্থ দেয়া হয়েছে। অন্যান্য উপজেলাতেও ক্রমান্বয়ে দেয়া হবে।
বিষয়টির নিশ্চিত করে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ত্রিশজনকে প্রণোদনা অর্থ দেয়া হলেও প্রতিটি উপজেলাতেও প্রণোদনার চেক পাঠানো হয়েছে। দুই-একদিনের মধ্যে সকল শিক্ষক-কর্মচারী এই অর্থ হাতে পাবেন।