খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা গৌমতী বি.কে উচ্চ বিদ্যালয়ে ইমাজেন্সি প্যাড কর্নার স্থাপন, ব্লাড গ্রুপিং এবং কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও ছাত্রীদের মাঝে সচেতনতা মূলক কর্মসূচীর অংশ হিসেবে স্যানিটারি প্যাড ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মাটিরাঙ্গা ইউনিয়নের গৌমতী বি.কে উচ্চ বিদ্যালয়ের হলকক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মশালার আয়োাজন করা হয়। গৌমতি বি.কে উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল হুদা সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিল্পব বড়–য়া। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা: আশুতোষ চাকমা, কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটোল মনি চাকমা, খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিদর্শিকা শাহনাজ সুলতানা প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মাসিকের সময় স্যানেটারী প্যাড এর ব্যাবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাল্য বিবাহের কুফল, নিরাপদ মাতৃত্বসহ কিশোরীদের বিভিন্ন বিষয়ে তথ্য উপাত্তের বর্ণনা করেন, কর্মশালায় প্রধান আলোচক ডা: আশুতোষ চাকমা ।
এসময়ে তিনি কিশোরীদের যে কোন সমস্যার জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিচালিত নতুন হট লাইন নাম্বারের সাথে পরিচিত করিয়ে দেন। তাৎক্ষণিক ভাবে সুখি পরিবার এর হট লাইন নাম্বারে – ১৬৭৬৭ কল করে একজন শিক্ষার্থীকে তার সমস্যা (রক্ত স্বল্পতা) জানাতে বলেন। সকল শিক্ষার্থীরা কিভাবে হট লাইনে যোগাযোগ করতে হবে-শীখিয়ে দেয়া হয়।
পরে খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিদর্শিকা শাহনাজ সুলতানার উদ্যোগে ১০০ জন ছাত্রীদের মাঝে (বিশেষ ভাবে সুতি কাপড় দিয়ে হাতে তৈরি) স্যানিটারি প্যাড সহ উপস্থিত সকলের মাঝে আয়রন ও ফলিক এসিড টেবলেট, খাবার স্যালাইন বিতরণ করা হয়।
পরবর্তীতে সম্মানিত প্রধান অতিথি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিল্পব বড়–য়া ও অন্যান্যদের সাথে নিয়ে খাগড়াছড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিদর্শিকা শাহনাজ সুলতানার উদ্যোগে গৌমতি বি.কে উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের জন্য ইমাজেন্সি প্যাড কর্নার এর উদ্বোধন করেন।