ব্রেকিংরাঙামাটিলিড

প্রগতি, প্রণতি,কল্পনাদের প্রচারনা শুরু বৃহস্পতিবার

রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পরিষদে চেয়ারম্যানের শূন্য পদে আগামী ২৫ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ জুলাই বুধবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চার প্রার্থী মনোনয়ন জমা দিলেও প্রত্যাহারের শেষ দিনে এক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় ভোট যুদ্ধে মাঠে এখন তিনজন প্রার্থী। প্রগতি চাকমা নির্বাচনে আনারস প্রতীক নিয়ে লড়বেন, কল্পনা চাকমা দোয়াত কলম, প্রণতি চাকমা কাপ পিরিচ।

গত ৩ মে নিজ কর্যালয়ের সামনে দুর্বৃত্তের গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা। তাঁর মৃত্যুতে পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনের মাঠে এখন যারা রয়েছেন, তারা হলেন- প্রণতি চাকমা, কল্পনা চাকমা, প্রগতি চাকমা। এর মধ্যে প্রগতি চাকমা ও কল্পনা চাকমা ইউপিডিএফ সমর্থিত এবং প্রগতি চাকমা জেএসএস (এমএনলারমা) সমর্থিত প্রার্থী বলে স্থানীয়ভাবে জানা গেছে।

জেএসএস (এমএনলারমা) সমর্থিত প্রার্থী প্রগতি চাকমা আনারস প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি অত্র এলাকায় পাহাড়ি-বাঙালি উভয়ের সাথে সবসময় ভালো সম্পর্ক নিয়ে বসবাস করছি। আমি যদি জয়ী হই তাহলে অত্র এলাকায় পাহাড়ি-বাঙালির মধ্যে শান্তি সম্প্রতি আরো বৃদ্ধি করার কাজ করবো। তিনি আরো বলেন, ‘ইউপিডিএফ অ-গনতান্ত্রিক একটি দল, তারা সব সময় ভোট ডাকাতি করে। আমার ভয় সেখানে।’

প্রণতি চাকমা নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করলেও স্থানীয়দের কাছে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী হিসেবে পরিচিত। তিনি কাপ পিরিচ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তিনিও জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। তিনি বলেন, আমি ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনের অংশ নিয়ে সতন্ত্র ভাবে অংশ নেই এবারও স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। আমি জয়ী হলে স্থানীয় শান্তি শৃঙ্খলা বাজার রাখার জন্য কাজ করে যাব।

একমাত্র নারী প্রার্থী কল্পনা চাকমার সাথে ফোনে বারবার চেষ্টা করা হলে সংযোগ পাওয়া সম্ভব হয় নি। কল্পনা চাকমা দোয়াত কলম নিয়ে নির্বাচনে প্রতিযোগিতা করবেন।

উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, ‘নানিয়ারচর উপজেলা পরিষদ উপ-নির্বাচনের ৪ জুলাই (বুধবার) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা আগামী কাল ৫ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২ থেকে প্রচারনা শুরু করতে পারবে তা অবশ্যই সন্ধ্যা ৬টার মধ্যে মাইকে প্রচারনা শেষ করতে হবে।

প্রসঙ্গত, শূন্য পদে উপ-নির্বাচনের জন্য গত ১১ জুন রাঙামাটি জেলা নির্বাচন অফিসার ও নানিয়ারচর উপজেলা রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই, ৩ জুলাই রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ছিলো। আগামী ২৫ জুলাই নানিয়ারচর উপজেলা পরিষদ শূন্য পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 2 =

Back to top button