নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পৌর এলাকায় টিসিবির ফ্যামেলি কার্ডধারীদের দ্বিতীয় পর্যায়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাশ্রয়ীমূল্যে বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার পৌর এলাকার মধ্যে ১নং ওয়ার্ডের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়। ধারাবাহিকভাবে নয় ওয়ার্ডের প্রায় ২৯টি স্পটে এসব সামগ্রী বিক্রি করা হবে। প্রথমদিন ১নং ওয়ার্ডের দুইটি স্পটে টিসিবি পণ্য বিক্রি করা হয়।
২য় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রি শুরু হওয়ার পর জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন ১নং ওয়ার্ডের টিসিবি পণ্য বিক্রির নির্ধারিত স্পট পরিদর্শন করেন। এসময় তাঁরা ক্রেতা, ডিলার ও কাউন্সিলরের সাথে কথা বলেন।
১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন বলেন, টিসিবির ফ্যামেলি কার্ডের মাধ্যমে ২য় পর্যায়ে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসক স্যার ১নং ওয়ার্ডের স্পটগুলো পরিদর্শন করেছেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। সুষ্ঠুভাবে পণ্য বিক্রি হওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে জনসাধারণের যে দুর্ভোগ তা লাঘবে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম পর্যায়ে সুষ্ঠুভাবে বিতরণের পর আজ দ্বিতীয় পর্যায়ের বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করছে।
টিসিবি’ ডিলাররা জানান, কার্ডধারী প্রতি পরিবারকে ৫ শত ৬০ টাকার বিনিময়ে ২ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে। যতক্ষণ থাকবে ততক্ষণ দেয়া হবে। সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়।
প্রসঙ্গত, রাঙামাটির ১০টি উপজেলা ও ২টি পৌরসভায় ২৮ জন ডিলারের মাধ্যমে ৮৭ হাজার ৩৪০ পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে।