রাঙামাটি পৌরবাসির প্রতি সামাজিক দুরত্ব মেনে চলার আহ্বান জানিয়ে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেছেন, সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে না চললে কঠিন দুর্ভোগ অপেক্ষা করছে রাঙামাটির জন্য।
মেয়র পাহাড়টোয়েন্টিফোর ডট কম’র মাধ্যমে রাঙামাটিবাসির প্রতি এই অনুরোধ জানিয়ে বলেছেন- যারা ঈদের কেনাকাটার দিকে বেশি মনোযোগি হয়েছেন,তাদের বলব,বেঁচে থাকলে ঈদ আবার আসবে, কিন্তু মরে গেলে আর কোন ঈদই পাবেন না।’
মেয়র বলেন,রাঙামাটি সদর হাসপাতাল করোনার হটস্পটে পরিণত হয়েছে। তাই ওখানে যারা চিকিৎসা সেবা নিতে যাবেন, সতর্ক থাকতে হবে।’
একইসাথে হাসপাতালের চিকিৎসক,নার্স,আয়া করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে মেয়র বলেন-চিকিৎসকদের রাঙামাটি-চট্টগ্রাম আসা যাওয়া বন্ধ করতে হবে এবং একটি জায়গায় তাদের থাকার ব্যবস্থা করতে হবে। কারণ তাদের পরিবার ও এলাকাবাসি যেনো ঝুঁকিতে না পড়েন,সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।’
মেয়র অনুরোধ করেন, একান্ত প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন,তারা সামাজিক দুরত্ব মেনে দ্রুত কাজ শেষে ঘরে ফিরবেন এবং অবশ্যই গ্লাভস ও মাস্ক ব্যবহার করবেন।
রাঙামাটিতে করোনার ০ থেকে ২৫ এ উপনীত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন মেয়র বলেন,রাঙামাটিকে অবশ্যই এই মহানবিপদ থেকে বাঁচাতে হবে এবং এইজন্য সবাই একসাথে একযোগে কাজ করতে হবে। প্রত্যেক পৌরবাসিকে সচেতন হতে হবে এবং নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য মেনে চলতে হবে।’
এইমাত্র প্রকাশিতঃ
- লংগদুতে পাড়াকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
- নানা আয়োজনে বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- থানচিতে সুলভ মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু
- রাঙামাটিতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
- বন্যার্তদের সহায়তায় বিএনপি’র অর্থ সংগ্রহ
- রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
- কাউখালীতে আটক ১