গত শুক্রবার যুবলীগ নেতা নয়ন হত্যার পর স্থানীয় পাহাড়ীদের বাড়ীঘরে অগ্নিসংযোগের পর দৃশ্যত: স্বাভাবিক হয়ে আসা লংগদু,এখন পরিণত হয়েছে গ্রেফতার আতংকের জনপদে। সেখানে গত দুইদিনে ১৯ জনকে গ্রেফতারের পর পুরো উপজেলাই এখন পুরুষশূণ্য। উপজেলা সদরে দোকানপাট ও যান চলাচল সব বন্ধ রয়েছে।
শুক্রবার তিনজন,শনিবার চারজনকে গ্রেফতারের পর রবিবার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ হালিম,সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদসহ বারোজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার লংগদু থানায় এসআই দুলাল হোসেন বাদী হয়েছে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামী করে যে মামলা দায়ের করেছে,তারই জের ধরে চলছে এই গ্রেফতার অভিযান।
রবিবার দুপুরে গত দুইদিনের গ্রেফতারকৃত যে সাতজনকে রাঙামাটি জেলা জজ আদালতে আনা হয়েছে,আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন।
লংগদু থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানিয়েছেন, সন্দেহভাজন এবং অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। আইন তার নিজের গতিতেই চলছে।