
সভাপতি পদে সেই পুরনো মুখ আর পাশে নতুন সাধারন সম্পাদক আর সাংগঠনিক সম্পাদক নিয়ে শুরু হলো রাঙামাটির লংগদু উপজেলা বিএনপির নতুন যুগ। একসময় পার্বত্য চট্টগ্রামে জাতীয়তাবাদী রাজনীতির প্রতীক ধানের শীষের সবচে বড় ভোট ব্যাংক হিসেবে পরিচিত পুনর্বাসিত বাঙালী অধ্যুষিত এই উপজেলায় বিএনপির সেই আগের জৌলুষ নেই। তবুও এই উপজেলার রাজনীতিতে বিএনপি ফ্যাক্টর হিসেবে বিবেচনায় আছে এখনো। সঙ্গত কারণেই উপজেলা সম্মেলনের দিকে দৃষ্টি ছিলো অনেকেরই,প্রতিটি পদেই একাধিক প্রার্থী থাকায় ছিলো কিছুটা উত্তাপও। কিন্তু দিনশেষে সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়েই শেষ হয়েছে ত্রি-বার্ষিক সম্মেলন। ভোটাভুটিতেই নির্বাচিত হয়েছে নেতৃত্ব।
শুক্রবার(৩০ অক্টোবর) লংগদু উপজেলা সদরে জেলা পরিষদের মার্কেটের ৩য় তলায় এসন্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত কাউন্সিলদের সরাসরি ব্যালট ভোট প্রয়োগের মাধ্যমে আগামী তিন বছরের জন্য লংগদুতে নেতৃত্বদানের নেতা নির্বাচন করেন কাউন্সিলররা। একশত ত্রিশ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেন। এতে লংগদু উপজেলা বিএনপি’র নেতৃত্ব পেয়েছেন সভাপতি পদে বর্তমান লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন (পুনঃরায়) সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে আবুল কালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক পদে আবুল কাশেম মেম্বার নির্বাচিত হন।
অন্যান্য প্রতিদ্ব›িদ্বতারা হলেন সভাপতি পদে আব্দুল বারেক দেওয়ান, সাধারণ সম্পাদক পদে শাহআলম মুরাদ ও ফজল করিম, সাংগঠনিক সম্পাদক পদে উছমান গণি লিটু ও আতিক হোসেন।
সম্মেলনের প্রথম ধাপে লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল বারেক দেওয়ানের পরিচালনায় সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম।
কে কত ভোট পেলেন
সভাপতি পদে তোফাজ্জল হোসেনের প্রাপ্ত ভোট ৬৭, তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবদুল বারেক দেওয়ান পেয়েছেন ৬৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ আবুল কালাম আজাদের প্রাপ্ত ভোট ৪৪। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ আলম মুরাদ ৪২ ও ফজল করিম ৩৯ ভোট পেয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে আবুল কাশেম মেম্বার পেয়েছেন ৫২ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী উছমান গণি লিটু ৪৮ ও মোঃ আতিক হোসেন পেয়েছেন ২৪ ভোট।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু, সি.সহ সভাপতি আবু নাছির, সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম পনির, সিঃ যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুগ্ম সম্পাদক আলী বাবর, পৌর বিএনপি’র সভাপতি সফিউল আযম, যুগ্ম সম্পাদক বাবুল আলী, নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক কুদ্দুস, নাসের খান, প্রচার সম্পাদক আবুল হোসেন বালি, সহ প্রচার সম্পাদক অলক প্রিয় রিন্টু, রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ আযম, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু সহ লংগদু উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহয়োগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগন এসময় উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সরকার আবারো অবৈধ উপায়ে ক্ষমতায় আসার জন্য পাঁয়তারা করে যাচ্ছে। দেশের জনগন এবার তা হতে দিবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ আহবান জানান তিনি।