প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাঙামাটি শহর কমিটি। রোববার সকালে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম সফি কামালের হন্তান্তরে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাঙামাটি শহর কমিটির সভাপতি সুজন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক সুনীল কান্তি চাকমা, ছাত্রনেতা ক্লাথুই চিং মারমা, কিরন তঞ্চঙ্গ্যা প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৬ সালে পিইসি পরীক্ষা বাতিলের ঘোষণা দিলেও তা বাতিল করা হয়নি। ফলাফল নির্ভর শিক্ষা হওয়ায় আজ প্রাথমিক স্তরের পরীক্ষাগুলোতেও প্রশ্ন ফাঁস হচ্ছে। বিভিন্ন পাবলিক পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষাবাণিজ্যের ব্যাপক বিস্তার ঘটেছে। সৃজনশীলতার নামে মুখস্ত নির্ভরতা বেড়েছে। তাই আমরা অভিলম্বে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) বাতিলের দাবি জানাই।