শুভ্র মিশু ॥
চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পা হারানো পুলিশ সদস্য রাঙামাটির সন্তান তুহিন হোসেনের(২৭) পায়ে অস্ত্রোপচার হয়েছে। বিস্ফোণের ঘটনায় তার গোয়ালি থেকে পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অপারেশনের পর গোড়ালি থেকে কেটে পায়ের বাকি অংশ রক্ষা করা হয়।
তুহিন রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১২ব্যাচের শিক্ষার্থী। রিজার্ভ মুখস্থ পুলিশ লাইন পুলিশ হাসপাতালের পাশে বসবাসকারী মো. লোকমান হোসেনের ছেলে। তিন ভাই বোনের মধ্যে সে বড় তার ছোট দুই বোন রয়েছে। শনিবার সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনায় তুহিন সেখানে দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে। সে সময় বিস্ফোরণের ঘটনায় সে পা হারান।
তাকে চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সার্জারি করা হয়। সার্জারিতে তার ডান পায়ের পাতাসহ গোড়ালি কেটে ফেলা হয়েছে। আহত তুহিন হোসেন এখন শঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।
তুহিন হোসেনের পিতা মো. লোকমান হোসেন জানান, তুহিন এখন মোটামুটি ভালো আছে। তার পায়ের পাতাসহ গোড়ালি পর্যন্ত কেটে ফেলা হয়েছে। ছেলেটা পঙ্গু হয়ে গেল।