রাঙামাটির মানিকছড়িতে প্রবল বৃষ্টির কারণে মাটি ধ্বসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায়,সেই সড়ককে চলাচল উপযোগি করতে আসার সময় পাহাড় ধ্বসে দুই সেনা কর্মকর্তা,দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৫ সেনা সদস্য।
আইনশৃংখলাবাহিনীর সূত্র জানিয়েছেন, মঙ্গলবার সকাল প্রবল বৃষ্টির কারণে আশেপাশে মাটিধ্বস শুরু হয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়লে সেনা সদস্যরা নিজেরাই সেইসব মাটি সরানোর কাজ শুরু করার উদ্যোগ নেন । এক পর্যায়ে পার্শ্ববর্তী পাহাড় ধ্বসে পড়লে মেজর মাহফুজ এবং ক্যাপ্টেন তানভীরসহ আরো দুই সেনা সদস্য গুরুতর আহত হন। তাদের রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে কর্তব্যরত চিকিৎকরা তাদের মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত বাকী পাঁচজনকে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।
1 Comment
অপূরণীয় ক্ষতি হলো জাতির ।