রাঙামাটিতে গত জুন মাসে সংঘটিত হওয়া ভয়াবহ পাহাড় ধস ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পৌর এলাকার ১০৮ পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসন। রোববার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে জেলা ত্রাণ অধিদপ্তরের সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেরা প্রশাসক আবু শাহেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা ত্রাণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাঙামাটি পৌর এলাকার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১০৮ পরিবারকে ২ বান ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা এবং ৩০ কেজি চাল প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, ১৩ জুন রাঙামাটিতে সংঘটিত ভয়াবহ পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে গত ৫ সেপ্টেম্বর থেকে পর্যাক্রমে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় রোববার পৌর এলাকার ১০৮ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়।