পাহাড় ধসের আগাম প্রস্তুতি হিসেবে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই উপলক্ষে শনিবার সকালে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত স্থানগুলোতে সচেতনতামূলক ফলক বসিয়ে দিয়েছে জেলা প্রশাসন। এদিন শহরের প্রবেশমুখ শিমুলতলী, নতুন পাড়া এলাকা, রূপনগর, মনতলা, যুব উন্নয়ন এলাকার বিভিন্ন পাহাড়ে বসবাসরত মানুষকে নিরাপদে সরিয়ে যাওয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। এসময় গত বছর যেসব স্থানে পাহাড় ধস হয় সেসব স্থানে সচেতনতামূলক ফলক স্থাপন করা হয়। বর্ষার পূর্বে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক ফলক স্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরিকল্পনা হিসেবে যেসব কার্যক্রম হাতে নিয়েছি এর অংশ হিসেবে রাঙামাটি শহরের প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস আছে সেই সব এলাকায় আমরা সাইন বোর্ড লাগিয়ে দিচ্ছি সাথে সাথে সবাইকে সচেতন করছি। তারা যাতে ঝুঁকিপূর্ণ বসবাস সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে পারে।’ তিনি আরো বলেন, ‘স্থানীয় প্রতিনিধি নিয়ে মতবিনিময় সভা করবো। যেন যে কোন দুর্যোগর আগেই সরে যেতে পারে।’
প্রসঙ্গত, গত বছর ১৩ জুন রাঙামাটিতে ব্যাপক পাহাড় ধসে ১২০ জন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হয়। এছাড়া জেলায় ব্যাপক ঘরবাড়ি, পশু, ফসলের ক্ষতি হয়।