
পাহাড়ে চলমান সন্ত্রাস, গুম, খুন ও চাঁদাবাজির বিরুদ্ধে রাঙামাটি সচেতন নাগরিক সমাজের আয়োজনে আগামীকাল রবিবার রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিক্ষোভ ও মহাসমাবেশ। এ সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরতে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক দীপংকর তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব হাজী মো. মুছা মাতব্বর, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমাসহ নাগরিক সমাজের অন্যন্যা নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন থেকে সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ জানান, পাহাড়ে প্রতিনিয়ত সন্ত্রাসী, গুম, খুন ও চাঁদাবাজির মত বিভিন্ন অপরাধী কর্মকান্ড হচ্ছে। পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের জন্যে সাধারণ মানুষ জিম্মি হয়ে রয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান সকলের। তাই এটি কোনও দলীয় কার্যক্রম নয়। সকল জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের লোকদেরকে এক সাথে নিয়ে নাগরিক সমাজ সকলকে সচেতন করে এই সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যে এই মহাসমাবেশের ডাক দিয়েছে। সংবাদ সম্মেলন থেকে আগামীকালের মহাসমাবেশকে সফল করতে সকল শ্রেণি, পেশার মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানান সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ।
এদিকে মহা সমাবেশ উপলক্ষে সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক দীপংকর তালুকদার গণসংযোগ করেন শহরের বিভিন্ন স্থানে। এছাড়া শহর জুড়ে মহা সমাবেশ উপলক্ষে মাইকিং ও প্রচারণামূলক গণসংযোগ চালানো হচ্ছে।
কয়টা বাজে সমাবেশ হবে ?প্লীজ! বাচ্চারা স্কুলে যাবে তো! ভয় লাগে যদি গন্ডগোল হয়?