
রাঙামাটি,বান্দরবান এবং মাটিরাঙ্গা, পাহাড়ের তিন পৌরসভাতেই বর্তমান তিন মেয়রকে টানা দ্বিতীয় মেয়াদে নৌকা প্রতীকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামীলীগ।
বুধবার দলটির নীতি নির্ধারকদের প্রার্থী বাছাইয়ের সভায় আরো বেশ কয়েকটি পৌরসভার সাথে প্রার্থী চূড়ান্ত করা হয় এই তিন পৌরসভায়ও।
রাঙামাটিতে বর্তমান মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী,বান্দরবানে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমান মেয়র মোহাম্মদ ইসলাম বেবী এবং মাটিরাঙ্গায় উপজেলায় আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান মেয়র মোঃ শামসুল হককে পুনরায় মেয়র হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছে দেশের ঐতিহ্যবাহি দলটি।
আগামী ১৪ ফেব্রুয়ারি এই তিন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।