শুভ্র মিশু ॥
পার্বত্য জেলা রাঙামাটিতে টেলিযোগযোগ সেবার মান নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিএসসি) এর ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। সভায় আলোচনায় অংশ নেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (বাস্তবায়ন) হারুনুর রশীদ, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়–য়া, রাঙামাটির অতিরিক্তি জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বরকল উপজেলা নির্বাহী অফিসারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
এতে বক্তারা রাঙামাটিতে বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি উপজেলায় টিএন্ডটি ফোনের সেবা চালু না হওয়া এবং বিভিন্ন ইউনিয়নে কোন প্রকার মোবাইল পরিষেবা চালু না থাকায় সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাগুলো সঠিক সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে না পারার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি রাঙামাটিতে ইন্টারনেটের গতির সমস্যাও তুলে ধরা হয়।
সভার প্রধান অতিথি সুব্রত রায় মৈত্র জানান, পার্বত্য জেলার সকল ইউনিয়নকে মোবাইল নেটওয়ার্কের আওতায় আনতে সরকার কাজ করছে। পাশাপাশি পার্বত্য এলাকায় ইন্টারনেট সেবা আরো গতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। টিএন্ডটি ফোনের আওতার বাইরে থাকা রাঙামাটির তিন উপজেলায় সংযোগ চালু এবং টেলিযোগযোগ পরিষেবার মান বৃদ্ধির বিষয়েও কাজ করার কথা জানান তিনি।