টিংটিংয়ে একটা ছেলে সাথে নাদুস নাদুস আরেকজন হাজির মধ্য মাঠে।এরা নাকি খেলবে তাও কি বলী খেলা!!বয়স আর কত ১২/১৩!দুজনের শারীরিক গঠনের পার্থ্যকতেই উপস্থিত দর্শকের হাসির ফোয়ারা।টিংটিংয়ে পিচ্চিটা বেশ লজ্জ্বাও পাচ্ছে বুঝা যাচ্ছে।রেফারির আনুষ্ঠানিকতা শেষে স্ব-মহিমায় আবির্ভূত দু জনই।খেলা আর কৌশলের মার প্যাঁচ চলছে বেশ।হাড্ডাহাডি লড়াই।জিতছে কে ছুটছে কে বোঝা মুশকিল!একবার এ ওকে পেচ মেরে ফেলে দিচ্ছে একবার ও একে।প্রথম দফায় শুকনা পাতলা জনই পাঁজকোলা করে ফেলে দিলো নাদুস নুদুস বাবুটাকে।তারপর আবার দ্বিতীয় ধাপের খেলা শুরু।আবারো মার প্যাচ কাট চলতে চলতে চলতে শেষমেশ চিতকাত হলো নাদুস নুদুস জনই। বিজয়ী টিংটিংয়ে জনই।দর্শক সারিতে হৈহুল্লোর জমে গেছে। এইযে টিংটিংয়ে আর নাদুস নুদুস বাচ্চা এই দুজনের দেখা মিললো আজ চিং হ্লা মং মারি স্টেডিয়ামমে।বৈসাবি উপলক্ষ্যে আয়োজিত শিশুদের বিশেষ বলী খেলায় অংশগ্রহন করে চ্যম্পিয়ন হওয়া হালকা পাতলা গড়নের বাচ্চাটার নাম সোহাগ চাকমা।নিজ উৎসাহেই হাজির হয়েছে মাঠে।জানতো না তেমন কিছুই আসার পর তাদের টুকটাক কৌশল শিখিয়ে দিয়েছে প্রাক্তন বলীরা।রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া সোহাগ চাকমা প্রথমবার খেলতে নেমেই বিজয়ী।ভীষন আনন্দে তাই ইচ্ছে প্রকাশ করলে সামনের বছরগুলোতেও নিয়মিত অংশগ্রহন করার।বড় হয়ে কি হতে চাও,সাবলীল উত্তর বড় হয়েও আমি বলীই খেলবো!তৈমিদং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র চন্দন চাকমা।সোহাগের বন্ধু।দুইবন্ধু মিলে এসেছে বলী খেলতে।একজন জিতে গেলেও অন্যজন পরাজিত।তবুও বারবার খেলতে চায়।আসতে চায়।এটা তাদের আনন্দ উৎসব বিজুরইযে অংশ। সোহাগের প্রতিদ্বন্দ্বী কলিন চাকমা।ষষ্ট শ্রেণী পড়ুয়া কলিন পড়াশোনা করছে ঢাকাস্থ প্রগ্রেস ক্যাডেট একাডেমীতে।বিজু উপলক্ষ্যে বাড়ি আসা।আর এসেই বলী খেলায় নাম জমা।নিতান্ত শখের বশেই।ছোট্ট কলিনের ভাষ্য বলী খেলা মানেই ভাবতাম লেং মেরে ফেলে দিলেই হয়,এখন দেখি না অনেক কঠিন! ছোট্ট মনের সাবলীল ভাবনা।কলিন অবশ্য বড় হয়ে আর বলী খেলতে চায়না চায় ডাক্তার হতে। ক্ষুদ্র-নৃগোষ্টি সম্প্রদায়ের বর্ষবরণ বর্ষ বিদায়ের সবচেয়ে বড় উৎসব বৈসাবি কে কেন্দ্র করে প্রত্যেক বছরই আয়োজন করা হয় নানান উৎসব ঐতিহ্যবাহী খেলা।বলী খেলা তার মধ্যে অন্যতম।নানান জাতি বর্নের সবাই এই আয়োজনে সামিল হয় বিপুল উৎসাহ উদ্দীপনায়।জেলা শহর এবং বিভিন্ন উপজেলা থেকেও হাজির হয় বলীরা।আর এই আয়োজনের বিশেষ আকর্ষন শিশুদের বলীখেলা।১১এপ্রিল শহরের স্টেডিয়ামে আয়োজিত হয় এই খেলা।
এইমাত্র প্রকাশিতঃ
- প্রথমদিনেই মাছের সাইজে হতাশ ব্যবসায়ীরা
- পঁচাত্তরের ষড়যন্ত্রকারীদেরকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না: লংগদুতে দীপংকর
- কাপ্তাইয়ে টিসিবির পণ্য বিক্রয় শুরু
- কাপ্তাইয়ে প্রেসিডেন্স স্কাউটস প্রশিক্ষণ ক্যাম্প শুরু
- বিএনপি-জামায়াত আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে: মানিকছড়িতে কুজেন্দ্র
- রামগড় চা-বাগানে শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত
- নানা আয়োজনে জাতির পিতাকে স্মরণ অভিলাষের
- রাঙামাটি শহরে আওয়ামীলীগের বিক্ষোভ