রাঙামাটিতে পাহাড়ধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়নকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ’র সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট (এডিএম) নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জাহাঙ্গীর হোসেন, কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এমদাদ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) দিদারুল আলম প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, বিগত বছরে রাঙামাটিতে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়েছিলো তেমন দুর্যোগ আগামীতে হলে এতে যেনো বেশি ক্ষয়ক্ষতি না হয় এই বিষয়ে বিশেষ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হবে। পাহাড় কাটা রোধ ও বৃক্ষ রোপণ বিষয়ে উদ্যোগ গ্রহণ করাসহ দুর্যোগ মোকাবেলায় জনসাধারণকে সচেতনতা মূলক প্রচার প্রচারণা করতে হবে।
তারা আরও বলেন, দুর্যোগ পরবর্তী সময়ে পর্যাপ্ত উদ্ধারকর্মী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি মজুদ রাখতে হবে। বিশেষ করে পার্বত্য এলাকায় প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করতে হবে। এছাড়া বৃক্ষ নিধন বন্ধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উল্লেখ্য, গতবছরের ১৩ জুন রাঙামাটিতে ভয়াবহ পাহাড়ধসে ১২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে উদ্ধার কাজে নিয়োজিত ৫ জন সেনাসদস্যও রয়েছে। গত বছরের পাহাড়ধস ও দুর্যোগ কবলিত মানুষরা এখন আবারো সেই ঝুঁকিপূর্ণ স্থানে বসতঘর নির্মাণ করে থাকছে।