রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্থ ৩৩টি পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘দারিদ্রতা আমরা করব জয়’ নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠন।
প্রবাসী টিটু কুমার দে ওরফে টিটু বাঙালী ও তার বন্ধুদের গড়া ‘দারিদ্রতা আমরা করবো জয়’ সংগঠনের আর্থিক সহায়তায় রাঙামাটির ভুমিধসে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকার এই ৩৩টি প্রতি পরিবারকে ১ বস্তা করে চাল প্রদান করা হয়।
শনিবার বিকালে শহরের মাঝেরবস্তি এলাকার প্রাক্তন পৌর কাউন্সিলর প্রয়াত কৃষ্ণ কান্ত দে’র বাসায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এইসব খাদ্যশষ্য বিতরন করা হয়।
এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, সাংস্কৃতিক সংগঠন সুর নিকেতনের অধ্যক্ষ ও সমাজ উন্নয়নকর্মী মনোজ বাহাদুর গুর্খা, রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ সাংবাদিক মোঃ মোস্তফা কামাল, শিক্ষক নেতা অরুপ কুমার মুৎসুদ্দী এবং ‘দারিদ্রতা আমরা করব জয়’ এর বাবলা বড়ুয়া বাপ্পি ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ এবং এনসিটিএফ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় অতিথিরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এই সংগঠন, যা সত্যিই প্রসংনীয়। টিটু বাঙালী প্রবাসে থেকেও নিজের দেশের জেলার মানুষের জন্য এই সংগঠনের মাধ্যমে সামাজিক কাজ করে যাচ্ছেন। এইভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এইমাত্র প্রকাশিতঃ
- আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
- বন্যার্তদের সহায়তায় বিএনপি’র অর্থ সংগ্রহ
- রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
- কাউখালীতে আটক ১
- বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথদেবের রথযাত্রা
- লামা উপজেলা ও পৌর শ্রমিকলীগের কমিটি
- নানান আনুষ্ঠানিকতায় রাঙামাটিতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
- একটা গাছ কাটলে, দুইটা গাছ লাগাতে হবে: পার্বত্য মন্ত্রী