‘গণতান্ত্রিক এই বাংলাদেশে জনগণকে সাথে নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিলো। সেইবার পাহাড়ে একটি ষড়যন্ত্র গোষ্ঠি চক্রান্ত করে, অবৈধ অস্ত্র দিয়ে এই আসনটি ডাকাতি করে নিয়েছিলো। সেই ষড়যন্ত্র মহল এখনো পাহাড়কে অস্থিতিশীল করে রাখতে ষড়যন্ত্র করে যাচ্ছে’ বলে জানান রাঙামাটি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা।
শুক্রবার বিকালে ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি জেলা যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন। এরআগে গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি পৌরসভা চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরীর বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণের জন্যে কাজ করে যাচ্ছে। তাদের এই কর্মকান্ডের জন্যে জনগণ আবারো নির্বাচনে ভোট দিয়ে এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় এনেছিলো। তিনি আরো বলেন, রাঙামাটিতে একটি মহল প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে, সে গোষ্ঠীকে প্রতিহত করতে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দেওয়া হবে।
1 Comment
সোনা বাহিনী ছাড়া কে করবে?