
দীর্ঘ চার বছর পর এইসএসসি ফলাফলে পঞ্চাশ শতাংশের উপরে উঠলো রাঙামাটি সরকারি কলেজের পাশের হার। গত চার বছর ধরে পার্বত্য অঞ্চলের সর্বোচ্ছ এই বিদ্যাপীঠের পাশের হার ৫০ শতাংশের নিচে থাকলেও এবার তা বেড়ে ৫০.০৭ শতাংশ হলো। ঘোষিত ফলাফল তুলনা করে দেখা যায় সার্বিকভাবে ঐতিহ্যবাহী এই কলেজে গতবারের চেয়ে এবার ৪.২৬ শতাংশ শিক্ষার্থী বেশি পাস করেছে। আর ফলাফলের সর্বোচ্ছ সূচক জিপিএ ৫ পেয়েছে ৫ শিক্ষার্থী। গতবছর এই কলেজে পাসের হার ছিল ৪৫.৮১ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ১ জন।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে এবছর সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে মানবিক বিভাগে। এই বিভাগে সার্বিকভাবে ৬৫.১৩ শতাংশ শিক্ষার্থী এবার উর্ত্তীণ হতে পারেনি। তবে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে এবার আগের চেয়ে পাসের হার বেড়েছে।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজটির অধ্যক্ষ প্রফেসর মো: মঈন উদ্দীন পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বলেন, ‘আমাদের কলেজের ১৫০০ শিক্ষার্থীর মধ্যে একটি বড় অংশ অনিয়মিত পরীক্ষার্থী, যারা ক্রমাগত ফেল করে আসছে। এই সংখ্যা না থাকলে আমাদের পাশের হার ৮০ শতাংশের উপরে যেত। তবুও সাম্প্রতিক সময়ের মধ্যে এবারই ফলাফল সবচে ভালো হয়েছে। তবে আগামীতে আরও ভালো করতে চাই।’
শিক্ষার্থীদের উৎসাহিত করতে জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিবেন জানিয়ে অধ্যক্ষ আরও জানান, ‘আমি এসেছি মাত্র এক বছর হলো। এরপরও এই একবছরে শিক্ষার্থীদের জন্য নিবার্চনি পরীক্ষা পরবর্তী বিশেষ কোচিং, নিয়মিত অভিবাবক সমাবেশ সহ বেশ কিছু জায়গায় পরিবর্তন এনে ভালো ফলাফলের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি এর দীর্ঘমেয়াদী ফলাফল আমরা এবারের চেয়ে আগামীতে আরও বেশি পাব।’