পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার কাউন্সিল-২০১৮ শনিবার রাঙামাটি কাঠ ব্যাবসায়ী সমিতির হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদষ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক বেগম নূর জাহান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সাদেকুর রহমান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পার্বত্য নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব জামাল উদ্দিন, পার্বত্য বাঙালি ছাত্র রাঙামাটি জেলা শাখার সাবেক সভাপতি মোঃ সেলিম উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ আসাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত কায়েস, রাঙামাটি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, রাঙামাটি লংগদু উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ বলেন গুম,খুন,চাঁদাবাজী,অপহরণ সহ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করে পার্বত্য চট্রগ্রামে শান্তি প্রতিষ্ঠা করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে জাতির সামনে। এই চ্যালেঞ্জ তারাই মোকাবিলা করতে পারবে ইচ্ছা শক্তি যাদের প্রখর। পার্বত্য চট্রগ্রাম থেকে বৈষম্য ও হানাহানি দূর করে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গঠন করার মহান লক্ষ্যকে সামনে রেখে ১৯৯১ সালের ১ই নভেম্বর প্রতিষ্ঠা লাভ করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। পার্বত্য চগ্রগ্রাম সহ সর্বত্রই এই সংগঠনের আত্ম প্রকাশ নির্যাতিত অবেহেলিত জাতীর জন্য সু খরের বার্তা বয়ে আনে। পার্বত্য বাঙালিদের সর্বক্ষেত্রে সাংবিধানিক অধিকার নিশ্চিত করার লক্ষ্য কে সামনে রেখে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ গঠিত হয়। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ একটি ইতিহাস দীর্ঘ ২৫ বছরে ছাত্র পরিষদ আজ এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। ছাত্র পরিষধ আজ একটি আন্দোলনের নাম। অসংখ্য নির্যাতিত নিস্পেশিত অধিকার বঞ্চিত মানুষের আশা-আকাঙ্খা, ভালোবাসা প্রত্যাশা স্বপ্ন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ কে কেন্দ্র করে। ছাত্রদের সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ । বর্তমান কাউন্সিলের মাধ্যমে যে কমিটি হলো তারা ছাত্র পরিষদকে শক্তিশালী ও বেগবান করতে কাজ করে যাবেন বলে আশা ব্যাক্ত করেন কেন্দ্রীয় সভাপতি।
আলোচনা সভা শেষে ২য় অধিবেশনে জেলা উপজেলা প্রতিনিধিদের গোপন ভোটের মাধ্যমে আগামী দুই বছর ২০১৮-২০১৯ সালের জন্য মোঃ জাহাঙ্গীর আলমকে সভাপতি, মোঃ হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক, মোঃ কাউসারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ রাঙামাটি জেলা কমিটি ঘোষনা করেন।
কাউন্সিল অধিবেশন শেষে বর্তমান রাঙামাটি জেলা কমিটি বিদায়ী কমিটি ১০১৬-১০১৭ সভাপতি মোঃ আলমগীর হোসেনকে সম্মামনা স্মারক প্রদান করেন।
1 Comment
গ্রুপ নাম্বার কত।