পার্বত্য রাঙামাটি থেকে প্রকাশিত পাহাড়ের সর্বাধিক প্রচারিত স্থানীয় পত্রিকা দৈনিক পার্বত্য চট্টগ্রামের উদ্যোগে এ বছর থেকে শুরু হচ্ছে মেধাবৃত্তি। এ বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর প্রায় সাত শতাধিক শিক্ষার্থী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করেছে বলে নিশ্চিত করেছেন ‘দৈনিক পার্বত্য চট্টগ্রাম বৃত্তি-২০১৭’ এর আহ্বায়ক লিটন দেব।
বৃত্তি পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর প্রথম পর্যায়ে রাঙামাটি সদর উপজেলায় বৃত্তি চালু করা হলেও আগামী বছর থেকে পুরো জেলায় আয়োজন করার চেষ্টা থাকবে।
২২ ডিসেম্বর সকাল ১০ টায় রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সাইফুল বিন হাসান জানিয়েছেন, ‘এটা প্রচলিত ধারার কোন বৃত্তি হবেনা, আমরা চেষ্টা করছি ভিন্ন রকম কিছু করার। আমাদের বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের সবাইকে নিয়েই আমাদের কিছু পরিকল্পনা আছে। একই সাথে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আমরা বৃত্তি দিবো এবং শিক্ষা সহায়তা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব।’
বৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক লিটন দেব বলেছেন, আমরা ব্যতিক্রমি কিছু করার চেষ্টা করছি। প্রথম বছরের আয়োজন হিসেবে হয়তো কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, তবে ধারাবাহিক আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করবো,শুদ্ধ এবং সুন্দর কিছু করার। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তির ফরম সংগ্রহ ও জমা দিতে পারবে বলে জানিয়েছেন তিনি।
3 Comments
ফরম পাওয়া যাবে কোথায়
দৈনিক পার্বত্য চট্টগ্রাম অফিস এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে
Mohammad Mezbah Uddin Akbar