বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে ভূষণছড়ায় গণহত্যা দিবসে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ কর্মসূচী পালন করেছে পার্বত্য নাগরিক পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা শাখার ব্যানারে পাহাড়ে সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং ১৯৮৪ সালের ৩১মে রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় গণহত্যা ও পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শহরের হিলবার্ড মোড় থেকে বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মজিবর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ-সভাপতি আব্দুস শুক্কুর, আব্দুল আলীম মনু, জেলা সেক্রেটারি মোঃ নাছির উদ্দীন, পৌর সভাপতি সামছুল হক শামু প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে কেন্দ্রীয় সভাপতি কাজি মজিবুর রহমান বলেন, যুগযুগ ধরে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীরা বাঙ্গালী, পাহাড়ীদের পার্বত্যাঞ্চলে হত্যা, গুম ও নির্যাতন করে আসছে। বর্তমানেও বাঙ্গালীরা পাহাড়ে নিরাপদ নয়, অসহায় মানবেতর জীবন কাটাচ্ছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম নিয়ে নীলনকশা বাস্তবায়নকারী কতিপয় ষড়যন্ত্রকারীরা পাহাড় থেকে বাঙ্গালীদের বিতাড়িত করার নীল নকশা আঁকছে সশস্ত্র সন্ত্রাসীদের মদদ দিয়ে। খুনি, ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।