১৯৮৯ সালের ২০ মে গঠিত পাহাড়ী ছাত্রদের রাজনৈতিক ছাত্র সংগঠন, পাহাড়ী ছাত্র পরিষদ নিজেদের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক বিজ্ঞপ্তিতে সকলকে ‘অভিবাদন ও শুভেচ্ছা’ জানিয়েছে।
সংগঠনটির পক্ষে দপ্তর সম্পাদক মিলন কুসুম তঞ্চঙ্গ্যা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক নানান ইস্যুতেও নিজেদের অবস্থান তুলে ধরেছে তারা ।
বিজ্ঞপ্তিতে বলা হয়-বর্তমান বৈশ্বিক পরিস্থিতি খুবই করুণ এবং জটিল সময়ের মধ্য দিয়ে অতিক্রান্ত হচ্ছে। কোভিড-১৯ ভাইরাসটি চীন থেকে গোটাবিশ্বে মহামারীরুপে ছড়িয়ে পড়েছে এবং লক্ষাধিক মানুষের প্রাণহানিও ঘটেছে। আক্রান্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। এর প্রভাবে বহু দেশ নিজেদের অবরুদ্ধ করে দিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। এই ভাইরাসের প্রভাব আরও ২ বছর পর্যন্ত থাকতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্যা সংস্থা। ফলে গোটাবিশ্ব খাদ্য সংকটের মধ্য দিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মহামারী এই করোনা ভাইরাসের প্রভাব ইতোমধ্যে বাংলাদেশে আঘাত হানা শুরু করেছে। বলাবাহুল্য দেশ এখন বর্তমানে অদৃশ্য শত্রুর সাথে যুদ্ধ করে জটিল সময় অতিক্রম করছে। উদ্বিগ্ন হয়ে পড়েছে দেশের আপামর জনসাধারণ। সবচেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষজন। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় চলছে চরম খাদ্য সংকট ও নিরাপত্তাহীনতা। এর মাঝে সবচেয়ে যেটির খুব জরুরী সেটি হলো বিশ্ব স্বাস্থ্যা সংস্থার স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে চলা। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়া। তাই, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ মনে করে, কোন অবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে নয়, বরং সচেতনতা এবং সর্বোচ্চ পরিষ্কার-পরিছন্নতাই পারে এই ভাইরাস থেকে পরিত্রাণ দিতে এবং সেই সাথে মহামারীর এই দুর্যোগ সময়ে নিজ নিজ এলাকায় দুর্গতের পাশে দাঁড়ানোর জন্যে আপামর ছাত্র ও যুব সমাজকে আহব্বান জানাচ্ছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়-‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২২ বছর শেষ হলেও এই ঐতিহাসিক চুক্তি যথাযথ বাস্তবায়ন না হওয়ায় যেমনি প্রতিষ্ঠিত হয়নি শাসনতান্ত্রিক অংশীদারিত্ব তেমনি সুনিশ্চিত হয়নি জুম্ম জনগণের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ভূমি অধিকার। তাই আজ এ প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক বিষয় সমূহসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি।’
বিজ্ঞপ্তিতে ‘বিশ্বের পরিস্থিতি ও বাংলাদেশের বর্তমান অবস্থা চিন্তা করে এ বছর পিসিপি তার প্রতিষ্ঠবার্ষিকী অন্যভাবে পালন করবে’ জানিয়ে বলা হয়-পাহাড়ী ছাত্র পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকীতে অফিসিয়াল ফেসবুক পেইজ “ Voice of PCP – কেওক্রডং” থেকে জুম্ম ছাত্রদের দ্রোহী ও প্রতিবাদী কবিতা, গান, অনলাইনে প্রতিবাদী গানের শো আয়োজন করা হয়েছে।’
(প্রেস বিজ্ঞপ্তি)