‘পার্বত্য এলাকার যুদ্ধাপরাধিদের বিচার এখনও হয়নি,শহীদ পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। বৈষম্যমূলক উপজাতি কোটা দিয়ে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বাঙালিদের বঞ্চিত করা হচ্ছে। বাঙ্গালিরা এখনও পার্বত্যাঞ্চলে সাংবিধানিক অধিকার পায়নি। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় শান্ত পরিবেশ নিশ্চিত করতে সেনা ক্যাম্প স্থাপন বৃদ্ধি করতে হবে,নতুবা আবারও পার্বত্যাঞ্চল অশান্ত হয়ে উঠতে পারে’ বলে দাবি করেছেন পার্বত্য নাগরিক পরিষদের নেতারা।
রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে পার্বত্য নাগরিক পরিষদ আয়োজিত এক মানববন্ধনে ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়াসহ বক্তারা এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন,পার্বত্য নাগরিক পরিষদের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ,ন্যাপ ভাসানী এর সভাপতি খন্দকার মোস্তাক হোসেন,পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ রানা,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ আহাম্মদ (রাজু)।পিবিসিপি’র সিনিয়র সহ সভাপতি সারোয়ার জাহান খান,পিবিসিপি’র কেন্দ্রীয় সেক্রেটারি প্রকৌশলী সাহাদাৎ ফরাজি সাকিব,পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক খলিলুর রহমান,ছাত্রনেতা মহিউদ্দিন,ছাত্র নেতা জসিম উদ্দিন প্রমুখ।
আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন, ২৯ শে এপ্রিল ১৯৮৬ সালের তাইন্দং ও পানছড়ি গণহত্যা ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড, এর বিচার হওয়া উচিৎ। বিশেষ ট্রাইব্যুনাল করে সন্তু লারমা সহ সকল হত্যাকারীদের বিচার করতে হবে।’
বক্তারা বলের, পার্বত্য এলাকায় যে গণহত্যা চালানো হয়েছিল তার বিচার এখনও হয়নি। শান্তি বাহিনী‘র সন্ত্রাসীরা এতগুলো মানুষকে হত্যা করতে একটি বুলেটও ব্যবহার করেনি। হাত-পা বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে,দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে, জবাই করে, আগুনে পুড়িয়ে, শিশুদেরকে পায়ে ধরে গাছের সাথে বাড়ি দিয়ে, বেয়নেট ও অন্যান্য দেশি অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। প্রতিটি লাশকেই বিকৃত করে সে দিন চরম অমানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিল শান্তি বাহিনীর সন্ত্রাসীরা।
তারা পার্বত্য চট্টগ্রামে ৩৮ হাজার বাঙালীকে হত্যা করা হয়েছে,এমন অভিযোগ এনে হত্যাকান্ডগুলোর সাথে জড়িতদের বিচার দাবি করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
6 Comments
ফাঁসি চাই
Mithyachar krchen…!!! Ahpnar Allah ba Vagoban jai blen tar kach teke ki maap paben…??
কবে খু্ন করেছে?
মজার দেশ কবিতার সমতুল্য।কমেন্ট না করে পারলাম না।
পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়????
আমরা সবাই কুত্তা চুদা সেটেলার