করোনা ভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’কে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পর মন্ত্রীর সংস্পর্শে আসা পরিবারের সদস্য’সহ আরও ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে মন্ত্রীর ব্যক্তিগত একান্ত সহকারী, বডিগার্ড পুলিশ সদস্য এবং সার্বক্ষণিক মন্ত্রীর সেবায় নিয়োজিত এক কর্মচারী নমুনাও সংগ্রহ করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা বলেন, মন্ত্রীর সংস্পর্শে গেছেন,এমন ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে মন্ত্রীর একান্ত সহকারী’সহ ৩ জনের নমুনা নেয়া হয়েছিলো । এছাড়াও রোববার মন্ত্রীকে ঢাকায় নেয়ার মুহুর্তে এবং গত ক’দিন পর্যন্ত মন্ত্রীর আশপাশে আসা-যাওয়া করা প্রত্যেক ব্যক্তিকে আগামী ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে গত ৩ জুন নমুনা সংগ্রহের আগ থেকে মন্ত্রী বান্দরবান ফায়ারসার্ভিস এলাকার নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আলাদা একটি অবস্থান করে স্বাস্থ্য বিধি মেনে বাড়িতেই চিকিৎসা সেবা নিয়েছেন। সনাক্তের পর চিকিৎসকের পরামর্শে সকালে এগারোটা দশ মিনিটে মন্ত্রী বান্দরবানস্থ বাসা থেকে বেড়িয়ে আসেন ঢাকা সামরিক হাসপাতালে যাবার জন্য। গাড়ীতে করে সেনা রিজিয়নে যাবার আগমুহুর্তে মন্ত্রীর খোঁজ নিতে আসা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্খী এবং গণমাধ্যমের কর্মীদের উপস্থিতি দেখে দূর থেকেই সকলের সঙ্গে কথা বলেন মন্ত্রী বীর বাহাদুর। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আকতার উপস্থিত ছিলেন।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আমি শারীরিক ভাবে সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। স্বাস্থ্য বিধি মেনে চলবেন। কিছুক্ষন পরপর দু’হাত সাবান দিয়ে ধূয়ে ফেলুন। গরম পানি ও রং চা বেশি বেশি খাবেন। সাথে পুষ্টিকর খাবারো খেতে হবে। সুস্থ থাকুন, করোনা মুক্ত থাকুন।
পার্বত্য মন্ত্রীর একান্ত সহকারী (এপিএস) সাদেক হোসেন চৌধুরী বলেন, মন্ত্রীর সঙ্গে ঢাকায় গেছেন বড় ছেলে রবিন বাহাদুর এবং মন্ত্রীর একজন ব্যক্তিগত সহকারী। তিনি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ আছেন। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
এদিকে মন্ত্রী করোনা আক্রান্তের খবরে পাহাড়ের মানুষেরা আতঙ্কিত হয়ে পড়েছে। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছতি তিন পার্বত্য জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একধরণের ভয়ভীতি তৈরি হয়েছে। মন্ত্রী এত সুরক্ষায় থাকার পরও করোনা সনাক্ত হয়েছেন, তাহলে সাধারণ মানুষের কি হবে?
তবে বান্দরবান করোনা ইউনিটের প্রধান ডা: প্রত্যুষ পাল জানান, শনিবার কক্সবাজারে ল্যাবের পরীক্ষায় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনা পজিটিভ শনাক্ত হয়। গত ৩ জুন স্যারের নমুনা সংগ্রহ করা হয়েছিল। মন্ত্রী মহোদয়রে করোনা পজিটিভ সনাক্ত হবার খবরে আতঙ্কের কিছু নেই। সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন। অসুস্থবোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন।