‘পাহাড়ের বীর’খ্যাত পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের উদ্যোগে বান্দরবানে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা পেয়েছেন সুরক্ষা সরঞ্জাম ১২০টি পিপিই এবং এন-৯৫ মাস্ক।
শুক্রবার সকালে পার্বত্য মন্ত্রীর বাসভবনে নিজ উদোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এগুলো স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের হাতে তুলে দেন।
এমময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা: জসীম উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লক্ষীপদ দাস, জনস্বাস্থ্য অধিদপ্তেরর নির্বাহি প্রকৌশলী সহোরাব হোসেন, রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, করোনা এখন বিশ্বব্যাপী মহামারী আকার নিয়েছে। করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে দিন-রাত নিরলসভাবে কাজ করছে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা, তাই তাদের সুরক্ষার জন্য আমি কিছু পিপিই ও মাস্ক প্রদান করছি। আগামীতে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে। বান্দরবানকে করোনা মুক্ত রাখতে সকলের আন্তরিক সহযোগিতার ও আহŸান জানান।
Previous Articleপৌরবাসির প্রতি সচেতন হওয়ার আহ্বান মেয়রের
Next Article লংগদুতে মিশ্রফল বাগানের লিচু প্রক্রিয়াজাতকরণ শুরু