পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত ১নং লোগাং ইউনিয়নের দুর্গম অলেন্দ্র কার্বারি পাড়ায় ‘পানি ধরো জীবন বাঁচো, প্রকল্প-২’ এর উদ্বোধন করা হয়েছে। আমেরিকার স্বেচ্ছাসেবী সংস্থা ‘উৎসব’সহ কয়েকটি দেশীয় সংগঠন, অর্থো কিডস অ্যান্ড ট্রমা সেন্টার, পথের ঠিকানা, সনাতনী জাগরন সংঘ এই প্রকল্পটি বাস্তনবায়ন করছে। গত শুক্রবার দুপুরে ‘শিক্ষা উন্নয়ন সংস্থা ও ত্রিপুরা সনাতনী গীতা সংঘ’র তত্ত্বাবধানে প্রকল্পটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) দীনময় রোয়াজা।
স্থানীয় কার্বারি বীরবাহু ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের ‘পথের ঠিকানা’ সংগঠনের সভাপতি ডা. যীশুময় দেব, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ও অর্থো কিডস অ্যান্ড ট্রমা সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. নয়ন ময় ত্রিপুরা, চট্টগ্রাম সনাতনী জাগরণ সংঘের সভাপতি কাঞ্চন আচার্য্য। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের পানছড়ি আঞ্চলিক শাখার সাবেক সভাপতি বরেন্দ্র লাল ত্রিপুরা, শিক্ষা উন্নয়ন সংস্থার সমন্বয়ক নবলেশ্বর দেওয়ান লায়ন, সাংবাদিক ত্রিপন জয় ত্রিপুরা, ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সাধারণ সম্পাদক অর্পন বিকাশ ত্রিপুরা প্রমুখ।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ডা. যীশুময় দেব বলেন, সাংগঠনিক ও ব্যক্তিগতভাবে শিক্ষা ও সুস্বাস্থ্যের জন্য আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। এতে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে আমরা কাজ করে যাবো। আমাদের সন্তানদের পড়াশোনা নিশ্চিত করতে হবে। ছেলেমেয়েদের শিক্ষার বিষয়টি নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা সবচেয়ে বেশি। এই প্রকল্পটির মাধ্যমে অলেন্দ্র কার্বারি পাড়ায় পানির ট্যাংক বসিয়ে, জেনারেটর দিয়ে প্রায় পাহাড়ের ৪০০ ফুট নিচ থেকে বিশুদ্ধ পানি তোলার ব্যবস্থা করা হয়েছে। এই সুবিধা ভোগ করবে এ এলাকার ৪০-৪৫ পরিবার। এই পানি শুধু খাবার পানি হিসেবে ব্যবহার করা হবে।
এলাকাবাসী জানান, পানির সুব্যবস্থা, সোলার প্যানেল ও আর্থিক সহযোগিতা পেয়ে আমরা অনেক আনন্দিত। আগে অনেক কষ্ট করে আমাদের পানি সংগ্রহ করতে হতো, বিশুদ্ধ পানির সংকট ছিল প্রকট। বিশেষ করে বর্ষাকালে বেশি দুর্ভোগ পোহাতে হতো। এই পানি প্রকল্পের মাধ্যমে এখন এলাকার এই দুর্ভোগ অনেকটাই কমে যাবে। পাশাপাশি আমাদের এলাকার মন্দির পরিচালনা কমিটির মাধ্যমে একটি সোলার প্যানেল ও মন্দিরের উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করেছেন। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।