খাগড়াছড়ির পানছড়িতে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি’র আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর পানছড়ির নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।
পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সর্ব্বোত্তম চাকমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতিত্বে কর্মশালায় উপজেলার রাজনৈতিক ব্যাক্তি, বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এসময় খাগড়াছড়ি জেলা তথ্য কর্মকর্তা এসএম অনীক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মমশালায় জম্ম নিবন্ধন, স্যানিটেশন, মাদক, জঙ্গী বাদ, পরিবেশ সুরক্ষা, নারীর অধিকার ও ক্ষমতায়ন, যৌতুক বাল্য বিবাহরোধ, গর্ভকালীন মাতৃস্বাস্থ্য, শিশুর মানসিক বিকাশ ও অটিজমসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।