পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেছেন। বুধবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
অপরদিকে নির্বাচনে ৩নং সদর ইউনিয়নের ২টি বন্ধ ঘোষিত কেন্দ্র ও উল্টাছড়ি ইউনিয়নের ১টি সমভোট কেন্দ্রের পুনঃ ভোটগ্রহণ আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে।
গত ৭ ফেব্রুয়ারি সোমবার পানছড়ি উপজেলায় সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়। নির্বাচনে ৫টি ইউনিয়নের মধ্যে ৩টিতে স্বতন্ত্র প্রার্থী ও ১টিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী জয় লাভ করে। ১টি ইউনিয়নের দুইটি কেন্দ্রের ভোট বন্ধ (স্থগিত) করায়, ঐ ইউনিয়নের চূড়ান্ত ফলাফল ঘোষণা দেননি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রিকল চাকমা।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রিকল চাকমা, (পানছড়ি সদর, লতিবান, উল্টাছড়ি), উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা (লোগাং ও চেঙ্গী) মো. নাজমুল ইসলাম মজুমদার এর ঘোষিত নির্বাচনী ফলাফল অনুযায়ী, ১নং লোগাং ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী জয় কুমার চাকমা, ২নং চেঙ্গী ইউনিয়নে চেয়ারমান পদে আনন্দ জয় চাকমা, ৪নং লতিবান ইউনিয়নে চেয়ারম্যান পদে ভূমি ধর রোয়াজা, ৫নং উল্টাছড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আহির উদ্দিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বুধবার নির্বাচিত চেয়ারম্যানদেরকে শপথ বাক্য পাঠ করান।
অন্যদিকে বিশৃঙ্খলা ও ভোট অনিয়মের অভিযোগে উঠায় ৩নং পানছড়ি সদর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের দুটি ভোট কেন্দ্রের মধ্যে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও ৮নং ওয়ার্ড এর পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বন্ধ ঘোষণা (ভোট বন্ধ) করেছিল নির্বাচনী কর্তৃপক্ষ। চেয়ারম্যান পদে মোট ১০টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী উচিত মনি চাকমা, আনারস প্রতীকে ৫৬৪৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নাজির হোসেন (নৌকা) পেয়েছিলেন ৪৪১৯ ভোট। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা ১৭৮৪ ও পাইলট ফার্ম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা ২৮৪৪। বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪৬২৮। এসব কেন্দ্রে চেয়ারম্যান, সংরক্ষিত আসন সদস্য ও সাধারণ সদস্য পদে পুনঃভোটগ্রহণ করা হবে।
অন্যদিকে উল্টাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রোহিন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাধারণ সদস্য (মেম্বার) পদে সমভোট হওয়ায় পুনঃভোট গ্রহণ করা হবে। আগামী ২১-এ মার্চ, সোমবার উল্লিখিত সব ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা রিকল চাকমা বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশন এর নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমানের ১৫ মার্চ ২০২২ তারিখে স্বাক্ষরিত পত্র মূলে পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউনিয়নের বিশৃঙ্খলা ও ভোট অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষিত ভোটকেন্দ্রগুলোতে পুনঃভোটগ্রহণ করা হবে। এছাড়াও ৫নং উল্টাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ২ জন প্রার্থী সমান ভোট পাওয়ায় সেখানেও পুনঃভোটগ্রহণ করা হবে। আমরা সুষ্ঠু নির্বাচন দিতে সকল প্রশাসন ও ভোটারদের সহযোগিতা কামনা করছি।