খাগড়াছড়ির পানছড়িতে ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ৩জন আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে পানছড়ির লোগাং বাজারে যাওয়ার পথে বড় কলক এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ব্যবসায়ীদের বহনকারী ইজিবাইক আটকে হামলা চালায়। এ সময় শুক্কুর আলী (২৫), ইমন (১৮) ও সুজন (২২) আহত হয়। তাদের পানছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এসময় একটি ইজিবাইকের কাচ ভাংচুর করে দুর্বৃত্তরা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঙ্গালী ছাত্র পরিষদ পানছড়ি শাখা। এসময় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘ইউপিডিএফ বাজার বয়কটের পর এখন ব্যবসায়ীদের ওপর হামলা করলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। অনতিবিলম্বে ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
এদিকে পানছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উত্তম চন্দ্র দেব জানান, পানছড়ি বাজার স্বাভাবিক থাকলেও লোগাং বাজার থেকে পানছড়িতে লোকজনের আশা যাওয়া কিছুটা কমে গেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত ২০ মে থেকে পানছড়ি বাজারে অচলাবস্থা বিরাজ করছে। অভিযোগ রয়েছে আঞ্চলিক দল ইউপিডিএফ পানছড়ি বাজার বয়কট করার ঘোষণার পর থেকে বেচা কেনা করতে পানছড়ি বাজারে লোকজন আসছেনা। মুলত পানছড়ি বাজারের একটি হোটেল থেকে জেএসএস এমএন লারমা সমর্থিত লোকদের বের করে দেয়ার জন্য ইউপিডিএফ বাজার ব্যবসায়ীদের চাপ দিয়ে আসছিল বলে জানান।