পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তিনটি ইটভাটা বন্ধ করেছে পানছড়ি উপজেলা প্রশাসন। হাইকোর্টের এক আদেশ অনুযায়ী শনিবার উপজেলার ভাটা তিনটি বন্ধ করে দেয় প্রশাসন। পানছড়ি উপজেলার নালকাটায় এমএসআর, আরডব্লিউএইচ নামক দুইটি ও লোগাং-এ একটি ইটভাটা রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ শনিবার বিকালে নালকাটাস্থ ইটভাটা পরিদর্শন করে ভাটা বন্ধের নির্দেশনা দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্ট বিভাগের ১২০৪/২০২২ নং রিট পিটিশন এর আদেশ মোতাবেক পানছড়ি উপজেলার ৩টি ইটভাটার কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।