যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পানছড়ি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনসমূহ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন নানান কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীর মধ্যে ছিলো শোক র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল, ফ্রি রক্ত পরীক্ষা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বেলা ৮টা থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক, রাজনৈতিক সংগঠন, বঙ্গবন্ধু স্কয়ারস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোমিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাধারণ বাহার মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব, সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদ, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ, কৃষি বিষয়ক সম্পাদক কাজল দে, বন দেসহ বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকগণ। পানছড়ি স্বাস্থ্য বিভাগ বিনামূল্যে রক্ত গ্রুপ ও অন্যান্য পরীক্ষার আয়োজন করে। এছাড়াও উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ ব্যবস্থাপনায় আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা আয়োজনসহ নানাবিধ কর্মসূচী পালন করে।