খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বেলা সাড়ে ৮ টায় উপজেলার বঙ্গবন্ধু স্কোয়ারস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে রাজনৈতিক-অরাজনৈতিক,সরকারি-বেসরকারি সংগঠনের পুষ্পস্তবক অপর্ণের মাধ্যমে দিবসটি উদযাপন করা শুরু হয়। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ’র পর পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড ও বিভিন্ন বিদ্যালয়ের পক্ষে শিশু-কিশোরেরা পুস্পস্তবক অর্পণ করে। পরে এক র্যালী বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে শেষ হয় এবং মিলনায়তনেই চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠানাদি সম্পন্ন হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা,জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন প্রমূখ অংশগ্রহণ করেন। এছাড়াও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, পানছড়ি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের মাঝে ভাষণ, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতার ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।