পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার তারাবন জগপাড়া হতে পার্বত্য চট্টগ্রাম’র আঞ্চলিক সংগঠন প্রসীত বিকাশ খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দুইজনকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আটকের নাম রশিদ কালেক্টর সুসময় চাকমা (৫২) ও হিসাবরক্ষক প্রদীপ চাকমা (৪২)। শনিবার বিকালে ৩০ বীর খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, পিএসসি এর নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তারাবনসহ বিভিন্ন এলাকার জনসাধারণ ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়সহ নাশকতা সৃষ্টির লক্ষে একদল লোক কাজ করছে, এমন গোপন অভিযোগ-সংবাদের সূত্র ধরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালায়। অভিযানে দুইজনকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে ১টি ৭.৬২ মি.মি. পিস্তল, ১টি এলজি পিস্তল, ৫ রাউন্ড এ্যামো, ৩টি বাটন ফোন, স্মার্টফোন ২টি, চার্জার ২টি, ১টি পাওয়ার ব্যাংক, চাঁদা আদায়ের ১৬টি রশিদ, ২টি নোটবুকসহ নগদ অর্থ ও অন্যান্য নথিপত্র পাওয়া যায়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।
অন্যদিকে তাদের আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর পানছড়ি ইউনিট।