বান্দরবানের রোয়াংছড়ি কলেজে পাঠদানের অনুমোদন পাওয়ায় রোয়াংছড়ি কলেজের সাংগঠনিক কমিটির আয়োজনে নতুন কলেজ ভবনের যাওয়ার রাস্তায় য়াইজনশন থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়েছে।
পরে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে অনুষ্ঠিত সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য রোয়াংছড়ি কলেজের সাংগঠনিক কমিটির সভাপতি কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. মাকসুদুল আমিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, ভাইস-চেয়ারম্যান আথুইমং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রইংচিংপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম, রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে উপাধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ: পঞ্ঞা নাইন্দা মহাথের।
রোয়াংছড়ি কলেজে দর্শন ও ইতিহাস বিভাগের প্রভাষক ডশৈয়ী মারমা ও মংচসিং মারমা’র সঞ্চালনায় রোয়াংছড়ি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জেরি রোয়ালথাং লিয়ান বুইতিং স্বাগত বক্তব্যে যথাসময়ের রোয়াংছড়ি কলেজকে পাঠদান অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতাজ্ঞাপন করেন। এর পাশাপাশি তিনি শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে রোয়াংছড়ি কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে প্রভাষক উথোয়াইপ্রু মারমা, বাংলা বিভাগের প্রভাষক নোহা ত্রিপুরা, উহাইসিং মারমা, নয়ন তঞ্চঙ্গ্যাসহ স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান, মেম্বার, কার্বারি সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।