পার্বত্য পুরাণ
পলাশ বড়ুয়ার ছড়া- ‘বর্বরতা’
ওই শুনা যায় চিৎকার আর্তনাদ
মা, বাবা, খোদা বাঁচাওরে,
কি অমানিবক বর্বরতা চলছে
ধুমধুম সীমান্ত আর নাফ নদীর ওপারে ।
দিক বে দিক ছুটোছুটি
আত্নীয় স্বজন ছিন্ন ভিন্ন,
কেন এই নির্যাতন বর্বরতা
ওরা জাতি হিসেবে ভিন্ন?
কী অপরাধ, চায় অধিকার?
ওদের পরিচয় রোহিঙ্গা?
জ্বলছে ঘরবাড়ি, পুড়ছে মানবতা
ওদের আশ্রয় মাঝ নদীতে ছোট্ট ডিঙ্গা ।
পাখির প্রাণের চেয়েও তুচ্ছ
আজ রোহিঙ্গাদের প্রাণ,
শান্তির পুরস্কার, অশান্তির দাবানলে
পুরস্কারে শুধুই লাশের ঘ্রাণ ।
মায়ানমার কী এতই ক্ষমতাশালী
কেন নিরীহ মানুষের আর্তনাদ শুনি?
সারা বিশ্বে উঠবে প্রতিবাদ প্রতিরোধ
এই আশায় আশায় দিন গুনি ।
করতে হবে এই বর্বরতার নিন্দা প্রতিবাদ,
দাবী একটাই থামাও বর্বরতা, হত্যা
মায়ানমারের বিরুদ্ধে বিশ্বনেতারা
বাড়িয়ে দাও প্রতিরোধের হাত ।