বৃষ্টি উপেক্ষা করে ঈদের ছুটি উপভোগ করতে পার্বত্য জেলা রাঙামাটিতে হাজারো পর্যটকের ভিড়। পর্যটকের ভিড়ে মুখর এখনো অরণ্যসুন্দরী রাঙামাটি। জেলার সর্বত্রই এখন পর্যটকদের পদচারণা। গত বছরের পাহাড় ধসরে কারনে পরবর্তী ঈদের ছুটিতে তেমন ভাবে পর্যটক আসেননি। তবে এবছর অনেকটা ঘুরে দাঁড়িয়েছে রাঙামাটির পর্যটন খাতগুলো।
রাঙামাটি শহরে এখন সারাদেশ থেকে আসা হাজারো মানুষের ভিড়। প্রতিবছরের ন্যায় এবারও ঈদের ছুটিতে হ্রদ পাহাড়ের শহর রাঙামাটিতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। নগরজীবনের ক্লান্তি দুর করতে পাহাড়ি এই জনপদে ভিড় করা এসব পর্যটকরা রাঙামাটির অপার সৌন্দর্যে মুগ্ধ। পর্যটনের ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা সর্বত্রই এখন হাজারো মানুষের সরব উপস্থিতি।
সাতক্ষীরা থেকে ঘুরতে আসা জান্নাত আক্তার বলেন, ‘রাঙামাটিতে আমার এক আত্মীয় আছে, ঈদের ছুটিতে তাদের বাসায় বেড়াতে আসা সাথে রাঙামাটির সৌন্দর্য্য দেখতে আসা। রাঙামাটিতে না আসলে কখনো বুঝা যেত না কত সুন্দর আমাদের বাংলাদেশ।
ঢাকা থেকে বেড়াতা আসা হাবিবুর রহমান বলেন, ‘রাঙামাটি অনেক সুন্দর এটি শুনেছি, কখনো আসা হয় নি। আসলেও যা শুনেছি তার চেয়েও অনেক বেশি সুন্দর। এক একটা পাহাড় যেন ছবি। বলে বুঝানো যাবে কি যে সুন্দর। এর সৌন্দর্য্য উপভোগ করতে হলে এখানে আসতে হবে।
এদিকে স্থানীয়রা ভিড় করেছেন জেলা পুলিশ পরিচালিত পলওয়েল পার্কে। শিশুদের বিনোদনের জন্য স্পটটিও নতুনভাবে সাজানো হয়েছে।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার একেএম জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা পুলিশ পরিচালিত পলওয়েল পার্ক ঈদের দিন থেকে নতুন করে সাজানো হয়েছে। রাঙামাটিতে শিশুদের বিনোদনের জন্য অন্য কোন মাধ্যম না থাকায় কারনে এই বিষয়টি মাথায় রেখে আমাদের পুলিশ সুপার মহোদয় এটিকে শিশুদের বিনোদনের জন্য নতুন করে সাজিয়েছেন। তারপরও অত্র এলাকার মানুষসহ সারাদেশ থেকে আসা হাজারো মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
রাঙামাটি পর্যটন করপোরেশন ব্যবস্থাপক সৃজন কান্তি বড়–য়া বলেন, ‘বৃষ্টি উপেক্ষা করে পর্যটক আগমনে আমরা খুশি। আমাদের হোটেল মোটেলগুলো প্রায়সবগুলো বুকিং। তারপরও এখনো মানুষ রুমের জন্য আগ্রহ দেখাচ্ছে। পর্যটক বরণে সবসময় আমরা প্রস্তুত।
তবে অবকাঠামোগত উন্নয়ন করা গেলে রাঙামাটিতে আরো বেশি পর্যটকের আনাগোনা হতো বলে মনে করেন এখানকার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পাহাড়ি ঢলের কারনে কয়েকদিন সেতুর উপর পানি উঠলোও এখন কিছুটা সরে গেছে। তারপরও রাঙামাটি পর্যটন করপোরেশন থেকে দর্শনীদের কাছ থেকে কোন টিকেট কাটতে হচ্ছে না।