পর্যটক’দের নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে বান্দরবানে নিরাপত্তা ব্যবস্থা’সহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন মিলনায়তনে পর্যটন শিল্পের উন্নয়ন নিয়ে আয়োজিত সভায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক একথা জানান।
এসময় অন্যান্যদের মধ্যে সেনাবাহিনীর সদর জোনের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ডিএ মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানী সাহা, পৌরসভার মেয়র মো: ইসলাম বেবী, বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাশ’সহ পর্যটন সংশ্লিষ্ট সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, প্রাকৃতিক দুর্যোগে পাহাড় ধস’সহ নানা কারণে এবার পর্যটকদের আগমন কমে গেছে। পাহাড় ধস অনেকের মধ্যে ভীতির সৃষ্টি করেছে। কিন্তু বান্দরবানে অন্যান্য এলাকার মত পরিস্থিতি হয়নি। সড়ক যোগাযোগ রাস্তা, পর্যটন স্পট সবকিছুই পর্যটকদের ভ্রমনের জন্য প্রস্তুত রয়েছে। ঈদের ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের আরামদায়ক ভ্রমন নিশ্চিত করতে বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের ঘুরে বেড়াতে যাতে কোনো সমস্যা না হয় সেদিকেও খেয়াল রাখা হবে। তিনি আরো বলেন, পর্যটন শিল্প এ অঞ্চলের অন্যতম অথনৈতিক খাতে পরিনত হয়েছে। পর্যটন শিল্পকে সকলের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে সকলের সহযোগীতা প্রয়োজন।
প্রসঙ্গত: চলতি বছরের ভারী বৃষ্টিপাতের কারণে বান্দরবানে পাহাড় ধসে ১৩ জনের মৃত্যু হয়। পাহাড় ধসের ঘটনায় বান্দরবানে পর্যটন শিল্পে ধস নামে। রমজানের ঈদের আগ থেকেই পর্যটকের আগমন কমে যাওয়ায় মন্দা যাচ্ছে পর্যটন ব্যবসা। তবে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা এবং পরিস্থিতি স্বাভাবিক থাকায় পর্যটকদের আগমন বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এইমাত্র প্রকাশিতঃ
- লংগদুতে পাড়াকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
- নানা আয়োজনে বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- থানচিতে সুলভ মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু
- রাঙামাটিতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
- বন্যার্তদের সহায়তায় বিএনপি’র অর্থ সংগ্রহ
- রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
- কাউখালীতে আটক ১