পরিষ্কার পরিচ্ছনতায় পৌরসভাকে রোড সুইপার মেশিন হস্তান্তর
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উদ্যোগে বান্দরবানে

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে কৃষি উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে ৪৮টি সমবায় সমিতির মাঝে ধান মাড়াই মেশিন, সেচ পাম্প বিতরণ করা হয়েছে। অপরদিকে বান্দরবান পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার উন্নয়নে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে রোড সুইপার মেশিন হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জাম বিতরণ করেন।
এসময় অন্যন্যাদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, মূখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুস ফরাজী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপ-পরিচালক কৃষিবিদ ড. একে এম নাজমুল হকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উন্নয়ন বোর্ড ও পরিষদ সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন পরিস্থিতি মোকাবেলা (জিআর খাতের) কর্মসূচির আওতায় গৃহিত ২২ লক্ষ টাকা ব্যয়ে জেলার বিভিন্ন ইউনিয়নের ৪৮টি সমবায় সমিতির মাঝে ১৪টি ধান মাড়াই মেশিন, ৩৪টি সেচ পাম্প বিতরণ করা হয়। অপরদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ৫৬ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের জন্য ২টি সিটি কর্পোরেশন রোড সুইপার মেশিন দেয়া হয়েছে।
অনুষ্ঠানে পার্বত্য পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। কৃষির উন্নয়নে অত্যন্ত আন্তরিক সরকার। পার্বত্যবাসীর ভাগ্যের উন্নয়নে সরকার নানামুখী উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। সরকারের গৃহিত প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে বদলে যাচ্ছে পাহাড়ের মানুষের অর্থনৈতিক অবস্থাও। পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীরা সরকারের সদিচ্ছায় এগিয়ে যাচ্ছে আর্থ-সামাজিক ভাবেও। পার্বত্যাঞ্চলে কয়েক’শ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। নতুন নতুন আরও উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে।