পরিবেশ দিবসে ভিবিডি’র পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান

সাইফুল বিন হাসান ॥
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার’ স্লোগানটি সামনে রেখে শনিবার ভলান্টিয়ার ফর বাংলাদেশ দেশের ৪৫টি জেলায় একযোগে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শহরের বিভিন্ন স্থানে চারা গাছ রোপণ করেছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ। এতে বিশেষ অতিথি ছিলেন জাহেদা আক্তার, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ রাঙামাটি জেলার প্রেসিডেন্ট জহিরুল ইসলাম তন্ময়।
প্রথমে পরিবেশ সুরক্ষায় শপথ গ্রহণের মাধ্যমে ক্যাম্পেইন শুরু করা হয়। পরবর্তীতে অতিথিদের বক্তব্য শেষে পৌরসভা প্রাঙ্গণে অতিথিগণ বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে ভিবিডি রাঙামাটির ভলান্টিয়ারগণ শহরের ৭নং ওয়ার্ডে তিনটি জোনে বিভক্ত হয়ে ময়লা পরিষ্কার করেন এবং ভলান্টিয়ারা শহরে কয়েকটি জায়গায় বৃক্ষরোপণ করেন।
ইভেন্ট চলাকালীন সময় ইভেন্ট লিডার মেহেদী হাসান বলেন, পরিবেশ পরিষ্কার রাখতে গেলে অবশ্যই নিজেদেরকে সচেতন হতে হবে, ঠিক তেমনি অন্যকেও সচেতন করতে হবে।
ইভেন্ট শেষ করে ভলান্টিয়ারগণ চারা রোপণ করেন।