বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি রাঙামাটি জেলা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে সাবেক সাধারন সম্পাদক অরূপ মুৎসুদ্দী সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক উপদেষ্টা সদস্য ও সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী পেয়েছে ১৫ ভোট। সাধারন সম্পাদক পদে মো: নাজিমউদ্দিন বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারন সম্পাদক পদে সর্বোচ্চ ২৯ ভোট পেয়ে নুরুল ইসলাম জয় লাভ করেছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রদীপ কান্তি দে পেয়েছে মাত্র ৪ ভোট। আবার সাংগঠনিক সম্পাদক পদে মো: কামরুল ইসলাম সর্বোচ্চ ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাহিদুর রায়হান ভূইয়া পেয়েছেন মাত্র ৫ ভোট। প্রচার ও গন সংযোগ সম্পাদক পদে সর্বোচ্চ ২১ ভোট পেয়ে সুলতান মাহমুদ গজনবি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বরুপ মুৎসুদ্দী মাত্র ১০ ভোট পেয়েছে। এ ছাড়া সাধারন সম্পাদক পদে নাজিম উদ্দিন, সহ-সভাপতি পদে আবুল কাসেম, সহ-সাংগঠনিক পদে ভবদত্ত মুৎসুদ্দী, দত্তর সম্পাদক পদে জাহিদুল ইসলাম মুন্না, পরিবেশ সম্পাদক পদে মো: নাছির উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক পদে মো: আবদুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক পদে তুষার কান্তি দে, নির্বাহী সদস্য পদে অসিম চক্রবর্তী, মোছা: নুর বেগম, ডা: সঞ্জয় মিত্র এবং অপু দে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন ফলাফল ঘোষনার পর নব নির্বাচিত সভাপতি ও তার প্রতিদ্বন্ধি সভাপতি প্রার্থী সকলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনের কর্মকান্ডের উপর সকলের সহযোগিতা জানিয়ে সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে যারা ছিলেন সভাপতি জসিম উদ্দিন তালুকদার, প্রদিপ বড়–য়া, মো: জাহাঙ্গীর, আবু নাসের বিপ্লব ও ইকবাল করিম।
Previous Articleকড়া ও সর্বাত্মক হরতাল রাঙামাটিতে
Next Article লংগদুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
1 Comment
এরা আবার কারা ? আর কি কি কমিটি বাকি আছে ?