খাগড়াছড়ির দীঘিনালায় দরিদ্র এক শিশুকন্যার চিকিৎসায় সহযোগিতার জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে দীঘিনালা সেনাজোন। রবিবার দীঘিনালা জোন সদরে জোন অধিনায়কের পক্ষ রোগীর হাতে নগদ ৫হাজার টাকা তুলে দেন জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
উপজেলার মেরুং ইউনিয়নের পূর্ব বাচামেরুং এলাকার লালন চন্দ্র চাকমা (৫৫) জানান, তাঁর মেয়ে পদ্মারানী চাকমা (১০) দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভূগছিল। দারিদ্রতার কারণে প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিলনা। সেনাজোন থেকে পাওয়া টাকা দিয়ে অন্তত চিকিৎসার প্রাথমিক অবস্থা শুরু করতে পারবেন। এজন্য তিনি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।