বিসিবির কাউন্সিলর মনোনয়ন না পেয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়ে ক্রিকেট উপ কমিটি থেকে পদত্যাগ করা আবু সাদাত মো: সায়েম ও তার অনুসারিদের বাদ দিয়েই পুনর্গঠিত হলো রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটি।
নতুন ক্রিকেট উপ-কমিটির দায়িত্ব দেয়া হয়েছে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রীতম রায় চাকমা হিরো ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য রমজান আলীকে। সেই সাথে ক্রিকেট উপ কমিটি থেকে পদত্যাগ না করা সদস্যদের সবাইকে এই কমিটিতে রাখা হবে বলে জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থা।
গত মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার এক সভায় প্রীতম রায় চাকমা(হিরো) কে আহবায়ক এবং মো: রমজান আলীকে সদস্য সচিব মনোনিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
সভায় ক্রিকেটের অচালবস্থা নিয়ে বিষদ আলোচনা হয় এবং এক পর্যায়ে নতুন ক্রিকেট উপ-পরিষদ গঠন করা হয়। বিগত ১৬ অক্টোবর তারিখ সায়েম-জয়জিৎ খীসার কমিটির ১৬ সদস্য পদত্যাগপত্র জমা দেন জেলা প্রশাসকের কাছে। নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন করে ক্রিকেট উপ-পরিষদের এই সদস্যরা পদত্যাগের ঘোষণা দেন। মূলত: বিসিবির কাউন্সিলর পদকে কেন্দ্র করে এই মতানৈক্য তৈরি হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাঙামাটি জেলা প্রতিনিধি সদস্য মনোনীত করা হয়। এর জের ধরেই পদত্যাগ করে এই কমিটির বেশ কিছু সদস্য,যারা একটি নির্দিষ্ট কোরামের সদস্য হিসেবেই পরিচিত।
পদত্যাগপত্র প্রদানের দীর্ঘদিন তা গ্রহণ করা হয়নি, অবশেষে কার্যনির্বাহী কমিটির সভায় গ্রহণ করে নতুন ক্রিকেট উপ-পরিষদ গঠন করা হয়। সভার সভাপতি মোহাম্মদ মানজারুলমান্নান জেলা ক্রীড়া সংস্থায় এমন পদত্যাগ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে সভায় উপস্থিত একাধিক সদস্য জানান।
এদিকে নতুন আহবায়ক কমিটি গঠন করার ক্রিকেট আবার প্রাণ ফিরে পাবে বলে আশা করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। মাঠে আবার ক্রিকেট খেলায় মাতবে এমনটা আশা প্রকাশ করেন ক্রিকেটার ও সংগঠকরা।
প্রসঙ্গগত, পদ নিয়ে বিরোধে পদত্যাগ করা কমিটি দীর্ঘদিন ধরে রাঙামাটি প্রথম বিভাগ ক্রিকেট লীগ আয়োজন করতে ব্যর্থ হওয়ায় ব্যাপকভাবে সমালোচিত ছিলো।
1 Comment
শুভ কামনা………