বান্দরবানে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে পথচারীদের জনসচেতনতামূলক মাস্ক বিতরণ করলো পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। রোববার সকালে সাড়ে এগারোটায় বান্দরবান বাজারের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে আনুষ্ঠানিকভাবে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, নির্বাহী সদস্য মো. খলিলুর রহমান সোহাগ, ইউনিট লেভেল অফিসার মো. মোশারেফ হোসেন, যুব প্রধান মো. মনিরুল ইসলাম, উপ যুব প্রধান ফয়সাল বিন মোস্তাফিজ, বিভাগীয় প্রধান মেহেদী হাসান সোহেল, রেডক্রিসেন্ট ইউনিটের যুবলিডার নাজমুল হোসেন বাবলু’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি অমল কান্তি দাশ জানান, করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী মহামারি চলছে। করোনাসহ ভাইরাস জনিত রোগ, ধূলাবালি থেকে জনসাধারণ মুক্ত রাখতে পৌর অঞ্চলে দুই হাজার পথচারীকে বিনামূল্য মাস্ক বিতরণ করা হয়েছে। জেলার সাতটি উপজেলার এই কার্যক্রম অব্যাহত থাকবে।