
দীর্ঘ নয়বছর পর আবারো মিলছে খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী বাজারের হাট। ২০১১ সালের ডিসেম্বরে এক সাম্প্রদায়িক ঘটনার পর বাজারটি চালু থাকলেও বন্ধ হয়ে গিয়েছিল প্রতি সোমবারের সাপ্তাহিক হাট। বৃহষ্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ্যে ‘কবাখালী বাজার সংক্রান্ত’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের জনপ্রতিনিধি, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, মৌজা প্রধান(হেডম্যান), পাড়া প্রধান (কার্বারি), বাজার চৌধুরী, শিক্ষক এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গের অংশ্রগ্রহণে মত বিনিময় সভায় প্রতি সোমবারে আবারো হাট চালু করার বিষয়ে সিদ্ধান্ত হয়। সভা শেষে সভায় উপস্থিত সকলেই কবাখালি বাজারে গিয়ে পরিদর্শন শেষে চা চক্রে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেম, ওসি উত্তম চন্দ্র দেব, বোয়ালখালি (সদর) ইউপি চেয়ারম্যান এবং জেএসএস (এমএন লারমা) উপজেলা শাখার সাধারণ সম্পাদক চয়ন বিকাশ চাকমা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সমন্বয়ক জনপ্রিয় চাকমা।
এছাড়া আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবকমল চাকমা, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রঞ্জন কুমার চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞানজ্যোতি চাকমা, কবাখালি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, হেডম্যান এসোশিয়েসনের সভাপতি প্রান্তর চাকমা, প্রাক্তন প্রধান শিক্ষক নলেন্দ্রলাল ত্রিপুরা, বাজার চৌধুরী জেসমনি চাকমা প্রমুখ।