গত শুক্রবার যুবলীগ নেতা নয়ন হত্যার পর স্থানীয় পাহাড়ীদের বাড়ীঘরে অগ্নিসংযোগের পর দৃশ্যত: স্বাভাবিক হয়ে আসা লংগদু,এখন পরিণত হয়েছে গ্রেফতার আতংকের জনপদে। সেখানে গত দুইদিনে ১৯ জনকে গ্রেফতারের পর পুরো উপজেলাই এখন পুরুষশূণ্য। উপজেলা সদরে দোকানপাট ও যান চলাচল সব বন্ধ রয়েছে।
শুক্রবার তিনজন,শনিবার চারজনকে গ্রেফতারের পর রবিবার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম এ হালিম,সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদসহ বারোজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার লংগদু থানায় এসআই দুলাল হোসেন বাদী হয়েছে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০০ জনকে আসামী করে যে মামলা দায়ের করেছে,তারই জের ধরে চলছে এই গ্রেফতার অভিযান।
রবিবার দুপুরে গত দুইদিনের গ্রেফতারকৃত যে সাতজনকে রাঙামাটি জেলা জজ আদালতে আনা হয়েছে,আদালত তাদের জেল হাজতে পাঠিয়ে দিয়েছেন।
রাঙামাটির লংগদুতে পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় বাড়িঘর ছেড়ে পালিয়ে যাওয়া লোকজন ফিরতে শুরু করেছে। ফিরে আসা লোকজনের জন্য প্রশাসন ২টি আশ্রয় কেন্দ্র খুলেছে। আশ্রয় কেন্দ্রে আসা লোকজনকে খাদ্যসহ অন্যন্য সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী।
এদিকে সকালে পার্বত্য শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যান। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার ও জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা লংগদুতে ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন।
এসময় দীপংকর তালুকদার বলেন, অবৈধ অস্ত্রধারীরাই নয়নকে হত্যা করেছে। পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের কারণেই সাধারন মানুষ জিম্মি। নয়নকে যারা হত্যা করেছে তারা যেমন অপরাধী তেমনি এই ঘটনাকে কেন্দ্র করে শত শত বাড়িঘরে আগুন যারা দিয়েছে তারাও অপরাধী।
পাহাড়িদের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় অভিযান অব্যাহত রয়েছে। রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, রবিবার আরো ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হয়। নিহত নয়নের পরিবারকে জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার ৫০ হাজার টাকা প্রদান করেন।
এছাড়া অগ্নিসংযোগের ঘটনায় তিন বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু তৈয়ব প্রধান করে মাইনিমুখ সেনা জোনের কর্মকর্তা লে. শাহরিয়ার ও সুচিত্র কার্বারিকে সদস্য করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত লোকজনের তালিকা তৈরি করে জমা দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
এদিকে রাঙামাটির লংগদু’তে পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সোমবার ৫ জুন সোমবার ভোর পাঁচটা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সংগঠনের রাঙামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে গনমাধ্যমে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।