নোয়াখালীতে সাংবাদিক হত্যার প্রতিবাদে লামায় মানববন্ধন

লামা প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবানের লামা উপজেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার বিকালে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুজাক্কিরের খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আল্টিমেটাম দেয়া হয়। অন্যনাথ এর চেয়েও বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়া সাংবাদিকরা।
মানববন্ধনে লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন বক্তব্য রাখেন। এতে প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরামসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন। মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, আমরা যারা এই পেশার সঙ্গে জড়িত, তাদের কোন নিরাপত্তা নেই। তাই পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জোর দাবি জানানো হয়।