নিয়ম না মানা দোকানীদের নিয়মিত জরিমানা করছে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। তবুও যেনো নিয়ম না মানার নিয়মই চলছে পার্বত্য এই শহরে।
দোকানীদের এই ‘অসেচতনায়’ হতাশ প্রশাসনও। অথচ শুরুর দিক থেকেই দোকানী ও শহরবাসিকে সচেতন করার কাজই করে আসছে স্থানীয় প্রশাসন।
রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) উত্তম কুমার দাশ জানিয়েছেন,ছুটির পর নিয়ম করেই দোকানপাট খোলা রাখার নির্দেশনা জানিয়ে দেয়া হয়েছে দোকানীদের,প্রতিটি সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। তবুও প্রায় প্রতিদিনই আমাদের মোবাইল কোর্টকে ভূমিকা রাখতে হচ্ছে।
এনডিসি জানিয়েছেন, মঙ্গলবার আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান দোকান খোলা রাখায় বেশ কয়েকটি দোকানকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। বুধবার আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস আরো ৭ টি দোকানকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন।’
শহরের দোকানীদের সচেনত হওয়ার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন- রাঙামাটির করোনা পরিস্থিতি ভালো নয়,ইতোমধ্যেই আক্রান্ত ১৪৬ জন। সবাইকে সচেতন হওয়ার কোন বিকল্প নেই।সরকারি নিয়ম অবশ্যই সবাইকে মেনে চলতে হবে,নতুবা আমাদের অভিযানও অব্যাহত থাকবে।
এনডিসি উত্তম কুমার দাশ জানিয়েছেন, কোভিড-১৯ কে পরাজিত করে বিজয়ী হতে সবাইকে নিজে এবং নিজের পরিচিতদের স্বাধ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।