আগামী ৩০ মার্চ অনুষ্ঠিতব্য রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটির নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে দাতব্য এই সংগঠনটির ভেতর বাহির।
নির্ধারিত প্যানেলের বাইরের তিনজন প্রার্থীর মনোনয়ন সংগ্রহের চমকের পর বুধবার রেডক্রিস্টে সোসাইটির সদ্য বিদায়ী সাধারন সম্পাদক বখতেয়ার উদ্দীনকে আইনী নোটিশ দিয়েছেন বিগত ও বর্তমান কমিটির সভাপতি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার পক্ষে এডভোকেট আব্দুল গাফফার মুন্নার প্রেরিত লিগ্যাল নোটিশে সাবেক সম্পাদক বখতেয়ার উদ্দীনকে বলা হয়, ‘রেডক্রিসেন্ট সোসাইটির রাঙামাটি ইউনিটের বর্তমান এ্যাডহক কার্যনিবাহী কমিটির চেয়ারম্যান হত ১২/১১/২০১৭ তারিখে এক পত্রের মাধ্যমে আপনার নিকট রক্ষিত ২০১৬ সালের বার্ষিক সাধারন সভার কার্যবিবরণীসহ রাঙামাটি রেডক্রিসেন্ট এর যাবতীয় ডকুমেন্টস আগামী ৭ দিনের মধ্যে বর্তমান সেক্রেটারি হাজী কামালউদ্দিনের নিকট হস্তান্তর করার অনুরোধ করিয়া পত্র প্রেরণ করার পরও উক্ত পত্র গ্রহণ না করিয়া এবং কাগজপত্রাদি প্রেরণ না করে কালক্ষেপন করছেন। এই কারণে রেডক্রিসেন্ট এর কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় আগামী ৭ দিনের মধ্যে বর্ণিত কাগজপত্র বর্তমান সেক্রেটারির কাছে হস্তান্তর করে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনয়নে সহযোগিতা বিশেসভাবে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় গঠনতন্ত্র মোতাবেক আইনী পদক্ষেপ নেয়া হবে বলেও সতর্ক করে দেয়া হয় লিগ্যাল নোটিশে।
প্রসঙ্গত,কার্যক্রম গতিশীলনা নেই এমন অভিযোগে রাঙামাটি রেডক্রিসেন্ট সোসাইটির নিয়মিত কমিটিকে বাতিল করে নতুন করে এ্যাডহক কমিটি গঠন করে রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় কমিটি। এই কমিটির অধীনেই আগামী ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাতে ভাইস চেয়ারম্যান,সেক্রেটারিসহ ৭ টি পদে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন ১০ প্রার্থী।
এই বিষয়ে রাঙামাটি রেডক্রিসেন্ট এর সাবেক সাধারন সম্পাদক বখতেয়ারউদ্দীন বলেন, একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবি সংগঠনকে আর কতভাবে বিতর্কিত করবে এরা জানিনা। এদের কার্যক্রম দেখে আমার লজ্জাই লাগছে। নির্লজ্জ দলীয় করণের পর এবার ব্যক্তিগত আক্রোশের জেরে এরা যা করছে তা দু:খজনক।